odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

 বিদ্যুৎ উৎপাদনে ফের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ April ২০২২ ২২:৩৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ April ২০২২ ২২:৩৫

আবারও দেশে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হলো।  শনিবার (১৬ এপ্রিল) রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। 

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ৯টায় দেশে সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছিল। তারও আগে ৭ এপ্রিল একই সময়ে ১৪ হাজার এক মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছিল।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে শনিবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে আজ রাতে। এই সময়ে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮ মেগাওয়াট। সেখান থেকেই আজকের অবস্থানে আমরা। বিদ্যুৎ বিভাগ দেশের চাহিদা অনুযায়ী সর্বদা বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।



আপনার মূল্যবান মতামত দিন: