
আগামী ৭ই জুন ২০২২, মঙ্গলবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯ ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ‘৬-দফার কারণেই ৭০’র নির্বাচনে সর্বাত্মক বিজয়, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
স্থান: পানি ভবন মিলনায়তন (১১ তলা), গ্রীন রোড (পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লাগোয়া পশ্চিমে), ঢাকা।
সময়: বিকেল সাড়ে ৪টা।
এতে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি ডাঃ এস এ মালেক।
সভায় বিষয়বস্তুর উপর মূল নিবন্ধ উপস্থাপন করবেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।
এতে বঙ্গবন্ধু পরিষদের নিম্নোক্ত সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেবেন -
১) জনাব শফিকুর রহমান, মাননীয় জাতীয় সংসদ সদস্য ও সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব।
২) অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান, মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩) অধ্যাপক ডঃ মোহাম্মদ ফায়েক উজ্জামান, মাননীয় সাবেক উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়।
৪) অধ্যাপক ডঃ মশিউর রহমান, মাননীয় উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
বর্তমানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্লেষণধর্মী এই আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যোগ দিন কিংবা দেশ-বিদেশের যে কোনো জায়গা থেকে জুমের সাহায্যে যুক্ত হোন।
এই জুমে যুক্ত হতে কোনো পাসওয়ার্ড লাগবে না। জুমের লিংক বা আইডি নিচে দেওয়া হলো —
Topic: ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে আলোচনা সভা
Join URL: https://bdren.zoom.us/j/68937231380
Session ID: 68937231380
Session Start time: 2022-06-07 16:30:00
Powered by BdREN
আপনার মূল্যবান মতামত দিন: