ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ড. মোমেন প্রধানমন্ত্রী‌কে উৎসর্গ কর‌লেন পদ্মা সেতু নি‌য়ে লেখা বই

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ০৪:৩১

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ০৪:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন ড. মোমেন তার সম্পাদিত ‘আমাদের অর্থে আমাদের পদ্মা সেতু’ ২৬ জুলাই মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বই‌টির মোড়ক উন্মোচন করা হয়।

গ্রন্থটির প্রকাশনা প্রতিষ্ঠান চন্দ্রাবতী একাডেমি আয়োজিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সক্ষমতার প্রতীক, বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় বাস্তবায়ন সম্ভব হয়েছে। পদ্মা সেতু বাস্তবায়নের নানাদিক তুলে ধরে প্রকাশিত এ গ্রন্থটি বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে অনন্য এক দলিল হিসেবে বিবেচিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: