ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাগুরার সীমাখালীতে বিকল্প ব্রিজ দিয়ে যানবহন চলাচল শুরু জনমনে স্বস্তি

Admin 1 | প্রকাশিত: ২৩ জুন ২০১৭ ০০:৫৪

Admin 1
প্রকাশিত: ২৩ জুন ২০১৭ ০০:৫৪

জেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর তৈরি বিকল্প ব্রিজ দিয়ে আজ বৃহস্পতিবার বিকেল থেকে যান চলাচল শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
গত ১৩ ফেব্রুয়ারি অতিরিক্ত মালবাহী দুটি ট্রাক পারাপারের সময়ে সীমাখালীতে পুরাতন ব্রিজটি ভেঙ্গে পড়ে। এতে গত সাড়ে চার মাস মাগুরা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাড়ে জনভোগান্তি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগ ব্রীজের অদূরে দুই লেনের বিকল্প বেইলী ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়। সাড়ে চার মাস পর আজ সেই বিকল্প বেইলী ব্রিজ চালু হলো। বিকেল ৩টা থেকেই ব্রিজের এক লেনের ওপর দিয়ে যাত্রীবাহী বাসসহ ছোট খাটো যান চলাচল করছে।
আগামী দু’এক দিনের মধ্যে অপর লেনের কাজ শেষ হবে বলে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নূরুন নবী তরফদার জানান। তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি মাগুরা-খুলনা মহাসড়কে সীমাখালীতে পুরাতন ব্রিজটি ভেঙ্গে পড়লে দ্রুত বিকল্প বেইলী ব্রিজ নির্মাণের জন্য মার্চ মাসে মাসে টেন্ডার আহ্বান করা হয়। ৩ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ পায় এইচ এন্ড আর জেবিসি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই মাসেই কাজ শুরু হওয়া ব্রিজটি নির্মাণের সময় কাল ছিল ৬ মাস। নির্ধারিত সময়ের আগেই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
বেইলী ব্রিজ নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার রানা আমীর ওসমান জনান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হয়েছে। এখন ব্রিজের ওপর দিয়ে যানবহন চলাচল করায় জনজীবন স্বাভাবিক হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জাকির হোসেন, অব্দুস সত্তার, গোলাম রসুলসহ অনেকে বলেন, ভেঙ্গে যাওয়া ব্রিজটির অদূরে প্রায় সাড়ে চার মাস পর বেইলী ব্রিজ চালু হওয়ায় জনদুর্ভোগ থেকে মানুষ মুক্তি পেল। নতুন তৈরি বেইলী ব্রিজ চালু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান।
বিকাল ৩টায় ব্রিজের ওপর দিয়ে যান চলাচলের উদ্বোধনের সময় উপস্থিত ছিলনে, সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহল আমীন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রৌকশলী নূরন নবী তরফদার, সহকারি পুলিশ সুপার কনক কান্তি দাস, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ্যামল কুমার দে, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন, ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান বিমোন্দেু শিকদার, তালখড়ি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজউদ্দিন মন্ডল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: