odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৩১ August ২০২২ ০৫:৪৩

odhikarpatra
প্রকাশিত: ৩১ August ২০২২ ০৫:৪৩

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় আজ বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার শালদিঘা হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন খোকন মিয়া (৪০) ও ঝিলন মিয়া (৩৮)। তারা পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের কৃষক মনু মিয়ার পুত্র। এ ঘটনায় তাদের আরেক ভাই আহত হয়েছেন। ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান ও নিহতদের পরিবার সুত্রে জানায়, সকালে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের তিন ভাই বাঁশের ছাই নিয়ে নৌকাযোগে পার্শ্ববর্তী মধ্যনগর ইউনিয়নের শালদিগা হাওরে মাছ ধরতে যান। ছাই পাতার এক পর্যায়ে বজ্রপাতে দুই ভাই ঘটনাস্থলেই মারা যান এবং আরেক ভাই আহত হন।



আপনার মূল্যবান মতামত দিন: