 
                                বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জ জেলায় সপ্তাহব্যাপী কর্মসূচির আজ উদ্বোধন করা হয়েছে।
সকালে গোপালগঞ্জ শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শিশু একডেমি মিলনায়তনে চিত্রাঙ্কণ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

-2022-05-20-23-35-05.jpg) 
                                                     
                                                    -2022-06-03-17-12-01.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: