ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী খুনির যাবজ্জীবন দন্ডাদেশের বিরুদ্ধে আপীল

odhikarpatra | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০৯:৫৩

odhikarpatra
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ০৯:৫৩

 নিউজিল্যান্ডের দুটি মসজিদে ২০১৯ সালে হামলা চালিয়ে ৫১ জনের হত্যাকারি অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ আধিপত্যবাদী তার দোষী সাব্যস্ত হওয়া ও যাবজ্জীবন কারাদন্ডাদেশের বিরুদ্ধে আদালতে আপিল  করেছে। মঙ্গলবার একজন আদালত কর্মকর্তা এএফপিকে একথা জানান।

আধা-স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ব্রেন্টন ট্যারান্ট ২০১৯ সালের মার্চ মাসে দুটি মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের সময় মুসল্লিদের উপর হামলা চালানোর পর, হত্যাকান্ডের ভিডিও সরাসরি সম্প্রচার করে। ট্যারেন্টের ওই হামলায় নিহত  শিশু, নারী ও বৃদ্ধ সবাই ছিল মুসলিম। ২০২০ সালে ট্যারেন্টকে ৫১টি হত্যা ও ৪০টি হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত এবং প্যারোলের সম্ভাবনা ছাড়াই  যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়। নিউজিল্যান্ডে  এই প্রথমবারের মতো কাউকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার প্রধান বিচারপতির কার্যালয়ের মুখপাত্র লিজ কেনেডি বলেন, দন্ডাদেশ ও রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: