ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে দু’জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ০৫:২৫

odhikarpatra
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ০৫:২৫

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় আজ টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক চাপায় দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলা সদরের ব্রাহ্মনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে রংপুরগামি একটি ট্রাক আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক থেকে দুই ব্যক্তি নেমে পেছনে গিয়ে সড়কের উপর দাঁড়ান। কিছুক্ষন পর অপর একটি ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (উপ-পরিদর্শক) মোহাম্মদ নবীন হোসেন জানান, ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় দু’জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: