odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 16th January 2026, ১৬th January ২০২৬

ঢাকা টেস্ট: মোমিনুলের হাফ-সেঞ্চুরির পরও প্রথম দিনই ২২৭ রানে অলআউট বাংলাদেশ

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২২ ০৩:৩২

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২২ ০৩:৩২

 

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০২২ : মোমিনুল হকের হাফ-সেঞ্চুরির পরও ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৭৩ দশমিক ৫ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে  স্বাগতিক বাংলাদেশ। সাবেক অধিনায়ক মোমিনুল ৮৪ আউট হন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ৮৯ বলে ৩৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৪ বলের ব্যবধানে আউট হন দু’জন।
দলীয় ৩৯ রানে  জাকির আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৫তম ওভারের পঞ্চম বলে ১৫ রান করা জাকির শিকার হন ভারতীয়  পেসার জয়দেব উনাদকতের। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২৪ রানে  শান্ত এলবিডব্লিউর  শিকার হন স্পিনার রবীচন্দ্রন অশি^নের।
৩৯ রানে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৭৬ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছিলেন মোমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান।
তবে দ্বিতীয় সেশনের প্রথম বলেই পেসার উমেশ যাদবের বলে আউট হন ১৬ রান করা সাকিব।
সাকিবের বিদায়ের পর মোমিনুলে সাথে বড় জুটি ইঙ্গিত দিয়েও আউট হন মুশফিকুর রহিম ও লিটন দাস। চতুর্থ উইকেট মুশফিকের সাথে ৪৮ ও পঞ্চম উইকেটে লিটনের সাথে ৪২ রান তুলেন মোমিনুল। মুশফিককে ব্যক্তিগত ২৬ রানে উনাদকত ও লিটনকে ২৫ রানে অশি^নের শিকার  হন।
তবে অন্য প্রান্ত  আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মোমিনুল। মোমিনুলে অর্ধশতকে ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। মোমিনুল ৬৫ ও মিরাজ ৪ রানে অপরাজিত ছিলেন।
শেষ সেশনে অশি^ন ও উমেশের বোলিং তোপে ৪৩ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ। 
ব্যক্তিগত ৮৪ রানে অশি^নের শিকার হন মোমিনুল। ১৫৭ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন মোমিনুল। শেষ ব্যাটার খালেদকে শূন্যতে ফেরান অশি^ন। মিরাজ ১৫, নুরুল ৬ ও তাসকিন ১ রান করে উমেশের শিকার হন। ভারতের অশি^ন-উমেশ ৪টি করে উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: