odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

বগুড়ায় খাবারে ভেজাল মেশানোর দায়ে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা 

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২২ ০৬:২৩

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২২ ০৬:২৩

বগুড়া, ২৭ ডিসেম্বর ২০২২: জেলার শেরপুর উপজেলায় আজ চিনির পরিবর্তে স্যাকারিন ও বেকারি পন্যে কাপড়ের রং ব্যবহারের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলায় হাজিপুরে দই প্রস্তুতকারি একটি প্রতিষ্ঠান এবং একটি বেকারিতে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি 
পরিচালক ইফতেখারুল আলম।   
সহকারি পরিচালক ইফতেখারুল আলম জানান, জেলার শেরপুর উপজেলায় দই প্রস্তুতকারি প্রতিষ্ঠান ‘জিদান দই ঘর‘ এবং ‘জাফর সুইটস’-এর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিন দিয়ে দই তৈরির দায়ে জিদান দই ঘরকে ১৫ হাজার টাকা করা হয়। এছাড়াও, কাপড়ের রং দিয়ে খাদ্য সামগ্রি প্রস্তুত করার অপরাধে  জাফর সুইটস কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: