odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২২ ০৯:২১

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২২ ০৯:২১

গোপালগঞ্জ, ২৮ ডিসেম্বর, ২০২২ :  ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের  চন্দ্রদিঘলিয়ায়  আজ ভোর ৬টার দিকে  মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। মৃতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মারুফ (৩২) এবং একই উপজেলার আলম তালুকদারের ছেলে বায়জিদ তালুকদার(১৮)।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তারা ঢাকা থেকে মোরসাইকেলে করে মোরেলগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিল। ঘটনাস্থলে ঘনকুয়াশার কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই তারা নিহত হয়। তিনি আরো জানান, তারা নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: