odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে

ঐতিহাসিক ৭ই মার্চের ভার্চুয়াল আলোচনা সভা ৮ই মার্চে অনুষ্ঠিত হবে

odhikarpatra | প্রকাশিত: ৫ March ২০২৩ ১৪:৪২

odhikarpatra
প্রকাশিত: ৫ March ২০২৩ ১৪:৪২

ঢাকা, ২০ ফাল্গুন ১৪২৯, ৫ মার্চ ২০২৩: অদ্য রোজ রবিবার ৫ ই মার্চ বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক  অধ্যাপক আ ব ম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এবং বঙ্গবন্ধু পরিষদের সকল শুভানুধ্যায়ীদের ভার্চুয়াল আলোচনা সভায় যোগ দেওয়ার আহবান জানান তা হুবহু  তুলে ধরা হলো,  ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আগামী বুধবার, ২৩ ফাল্গুন ১৪২৯ / ৮ মার্চ ২০২৩, সন্ধ্যা ৮টায় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে মুখ্য আলোচক হিসেবে থাকবেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ফায়েক উজ্জামান। সম্মানিত আলোচক হিসেবে এতে অংশ নেবেন - ১) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, এবং ২) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ্ আজম (শান্তনু)। এই ভার্চুয়াল আলোচনা সভায় নিচের লিংকে যোগ দিতে দেশে-বিদেশে বঙ্গবন্ধু পরিষদের সদস্য ও শুভানুধ্যায়ী সহযোদ্ধাদেরকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। Topic: বঙ্গবন্ধু পরিষদের ৮ ই মার্চের অনুষ্ঠান Join URL: https://bdren.zoom.us/j/68078264379 Session ID: 68078264379 Session Start time: 2023-03-08 19:45:00 Powered by BdREN

ধন্যবাদসহ — অধ্যাপক আ ব ম ফারুক সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ ফোন: ০১৮৩ ০০০ ২৮২৬



আপনার মূল্যবান মতামত দিন: