odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

পঞ্চগড়ে আহম্মদিয়া জামাতের ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

odhikarpatra | প্রকাশিত: ৬ March ২০২৩ ০৯:০৩

odhikarpatra
প্রকাশিত: ৬ March ২০২৩ ০৯:০৩

ঢাকা: রোববার, ৫ মার্চ, ২০২৩: পঞ্চগড়ে আহম্মদিয়া মুসলিম জামাতের সদস্যদের ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। রোববার এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান মাওলানা মো: ইসমাইল হোসাইন, মহাসচিব শাইখুল হাদীস মাও: মুফতী শাহাদাত হোসাইন, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্জ্ব হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী ও আল্লামা শাহ মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘গত শুক্রবার ৩ মার্চ পঞ্চগড় শহরে আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে আহমদিয়া বিরোধীরা হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। আমাদের মতো শান্তিপ্রিয় একটি দেশে এ ধরণের ঘটনা অত্যন্ত অনাকাক্সিক্ষত, মর্মান্তিক, ধর্মীয় উস্কানিমূলক ও ধর্মের দোহাই দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চক্রান্ত।’ উল্লেখ্য, পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতকে নিষিদ্ধ ও তাদের বার্ষিক আয়োজন বন্ধের দাবিতে গত শুক্রবার একদল যুবক সাড়ে ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ ও আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাংচুর করে, তাদের অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইউনাইটেড ইসলামী পাটির নেতৃবৃন্দ বলেন, ‘কোনো ধর্মাবলম্বীদের প্রতিই কোনরূপ অসহিষ্ণু আচরণ ইসলাম কখনোই অনুমোদন ও সমর্থন করে না। আমরা আহমদিয়াদের উপরে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, যাদের কারণে হতাহতের ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের চিহ্নিত করে যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’ ‘সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগেই আমাদের এই স্বাধীনতা’ উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, কিন্তু পঞ্চগড়ের ঘটনাটি শান্তির ধর্ম ইসলামের বিধি-বিধান ও আমাদের প্রিয় রাসূল (সা:) নির্দেশিত পথের পরিপন্থী। রাসূল (সা:) তাঁর বিদায় হজ্জ্বের ভাষণেই আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়েছিলেন। তিনি কখনোই ইসলামের শত্রু কিংবা, যারা ইসলাম ধর্মের ক্ষতি করতে চেয়েছিল তাদের বিপক্ষে কটুকথা অথবা বিরক্তিও প্রকাশ করেননি। ইসলামের বলা আছে, ফেতনা বা বিবাদ সৃষ্টি করা, হত্যা অপেক্ষা জঘন্যতম অপরাধ।’ পঞ্চগড়ে যারা ধর্মের দোহাই দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে জনগণের জানমালের ক্ষতি করেছে, ফেতনা-ফেসাদ সৃষ্টি করেছে, মানুষ হত্যা করেছে তারা জঘন্যতম অপরাধ সংঘটিত করেছে উল্লেখ করে ওলামা-মাশায়েখরা বলেন, ‘দেশের একটি কুচক্রী মহল অনেকদিন ধরেই ইসলামের দোহাই দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছে। পঞ্চগড়ের ঘটনাটিও তারই একটি অংশ বলে আমরা মনে করি।’ 



আপনার মূল্যবান মতামত দিন: