odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

মোরেলগঞ্জ পুটিখালীতে বৃদ্ধ কৃষককে কুপিয়ে আহত

odhikarpatra | প্রকাশিত: ৭ March ২০২৩ ০০:১৯

odhikarpatra
প্রকাশিত: ৭ March ২০২৩ ০০:১৯

এম এইচ শান্ত, বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে আব্দুল গনি শেখ (৬৫) নামের এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে গুরুত্বর আহত করেছে দুর্বৃত্তরা। আহতকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় (৫ মার্চ রবিবার) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানাগেছে, পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের কৃষক গনি শেখের সাথে একই গ্রামের প্রতিবেশী মো. সাইদুল রহমান শেখের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে শনিবার দুপুর ২টার দিকে সাইদুল শেখের নের্তৃত্বে, এনামুল শেখ সহ উভয়ের পিতা সেকেন্দার আলী শেখ, ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল গনি শেখকে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে।

এ সময় ডাকৎচিকারে তার স্ত্রী ভানু বিবি সামনে আসলে তাকেও হামলাকারিরা পিটিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত ওই বৃদ্ধা গনি শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর আগেও রকম ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে বলেন স্হায়ীয় ভাবে সমাধান হলেও কিছু দিন পর পর এ রকম ঘটায় এবং পার পেয়ে যায় বলে এদের কাছে এটা স্বাভাবিক বলে মনে হয়।
এ ঘটনায় গনি শেখ বাদি হয়ে সাইদুল শেখসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, বৃদ্ধাকে মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: