-2023-03-10-11-11-49.jpg)
জার্মানির হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলায় বন্দুকধারীসহ সাতজন নিহত হওয়ার খবর জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে।
দেশটির উত্তরাঞ্চলের হামবুর্গ পুলিশ বলছে, শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামের সড়কে অবস্থিত একটি গির্জায় স্থানীয় সময় বৃহ্স্পতিবার রাত ৯টার দিকে এ বন্দুক হামলার এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গির্জার একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তিই হামলাকারী।
হামবুর্গের মেয়র পিটার চেনসচার এক টুইট বার্তায় বন্দুক হামলায় হতহতের ঘটনাকে আকস্মিক উল্লেখ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শনাক্তে নিরাপত্তাবাহিনী কাজ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: