odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st December 2025, ২১st December ২০২৫

গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ: সালাহউদ্দিন আহমদ

odhikarpatra | প্রকাশিত: ২১ December ২০২৫ ১৭:২০

odhikarpatra
প্রকাশিত: ২১ December ২০২৫ ১৭:২০

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম,২১ শে ডিসেম্বর ২০২৫.

দেশে চলমান বিশৃঙ্খলা, গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলা এবং ‘মবোক্রেসি’ বা গণ-উন্মাদনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই—মবোক্রেসি কঠোর হাতে দমন করতেই হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং গণমাধ্যমকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, তা গভীর উদ্বেগজনক। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু গণমাধ্যমকে আগেই টার্গেট করা হয়েছিল। অথচ টার্গেটের বিষয়টি জানা থাকার পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি—সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন,

“মবোক্রেসি কেন হচ্ছে? এর মূল কারণ সরকারের দুর্বলতা। প্রশাসন যদি শক্ত অবস্থান নেয়, তাহলে কেউ আইন নিজের হাতে তুলে নিতে সাহস পাবে না।”

বিএনপির এই শীর্ষ নেতা স্পষ্টভাবে জানান, বাংলাদেশে এ ধরনের গণ-উন্মাদনা আর দেখতে চান না তিনি। প্রশাসনকে কঠোর হস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে পেশাদার ও আপসহীন ভূমিকা রাখতে হবে। তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এই প্রত্যাবর্তনের মাধ্যমে যেন গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হয়—সে লক্ষ্যে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে রাজনীতি করে না; দলের মূল লক্ষ্য দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বললেও ফ্যাসিবাদের দুঃসহ সময়কে স্মরণে রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যাতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন: