
জাতীয় শিক্ষা পদক অ ২০২৩ অর্জন করেছে মুহতাসিম মাহমুদ নাযীফ। প্রাথমিক শিক্ষায় অবদান ও কৃতিত্বের জন্য প্রতিবছর এই পদক প্রদান করা হয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় কবিতা আবৃত্তি বালক ইভেন্টে ২য়স্থান অর্জন করে লক্ষ্মীপুরের নাম উজ্জ্বল করেছেন মুহতাসিম মাহমুদ নাযীফ। সে লক্ষ্মীপুর সদর দালাল বাজার ইউনিয়নের কামানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। তার বাবা এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ ঢাকা জজকোর্টের আইনজীবী ও মা মাগফেরাহ আক্তার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ১২/৩/২৩ইং ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এবং সভাপতিত্ব করেন ফরিদ আহাম্মদ, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। লক্ষ্মীপুর থেকে একমাত্র পুরুষ্কার পদক নাযীফকে তার চমৎকার সাফল্যের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষাকর্মকর্তাগন, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীগনর্জন করেছে লক্ষ্মীপুরের কৃতিসন্তান মোহতাসিম মাহমুদ নাযীফ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে তার উত্তরোত্তর উৎকর্ষ কামনা করেছেন। আগামীতে লক্ষ্মীপুরের সন্তানরা জাতীয় পর্যায়ে আরো ভালো ফলাফল করার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তত্ত্বাবধানসহ গুচ্ছ পরিকল্পনা আরো বাড়াবেন বলে অভিভাবকদের প্রত্যাশা।
আপনার মূল্যবান মতামত দিন: