odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th November 2025, ৪th November ২০২৫

কক্সবাজারের টেকনাফে ৭ বাংলাদেশিকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ March ২০২৩ ০৪:২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ March ২০২৩ ০৪:২৫

কক্সবাজারের টেকনাফে সাত বাংলাদেশিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

অপহৃতরা হলেন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা জাবরুল ইসলাম, ফজল করিম, গিয়াস উদ্দিন, রশিদ আলম, আরিফ উল্লাহ ও জাফর আলম। তারা সকালে পাহাড়ের পাশে গরু চরাতে এবং কাঠ সংগ্রহে গিয়েছিল বলে জানায় তাদের পরিবার।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ রফিক বলেন, 'প্রাথমিকভাবে জেনেছি কাঠ সংগ্রহ করতে আমার এলাকার সাতজনকে একদল অস্ত্রধারী লোক অস্ত্র মুখে পাহাড়ের দিকে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পুলিশ সকাল থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধারে পাহাড়ে অভিযান অব্যাহত রেখেছে।'

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পৌঁছায়। স্থানীয় জনগণের সহায়তায় পাহাড়ে অভিযান অব্যাহত রয়েছে। অপহরণকারীরা রোহিঙ্গা না স্থানীয় বাংলাদেশী সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। অপহৃতদের উদ্ধারে প্রয়োজনে পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: