ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পিটিআইয়ের প্রতি যে নৃশংতা তার জবাব দেবে জনগণ: ইমরান খানের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৪:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৪:৩৯

পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, সরকারের দমনপীড়নে  তার দল কোনো অবস্থাতেই পিছু হটবে না।

পিটিআইয়ের প্রতি যে নৃশংতা চালানো হচ্ছে,  তার জবাব দেশের জনগণই দেবে। শাহবাজ সরকারের দমনপীড়নের সাথে তিনি কাশ্মীরে ভারত সরকারের অত্যাচার-নির্যাতনের তুলনা করেন। সূত্র: দ্য ডনের 

শনিবার তিনটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের জন্য  লাহোর সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) গেলে, আদালতের বাইরে সাংবাদিকদের এসব বলেন। লাহোর রেসকোর্স থানায় করা তিনটি মামলায় তাঁকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। 



আপনার মূল্যবান মতামত দিন: