-2023-03-25-22-35-20.jpg)
রাজধানীর রূপনগর থানাধীন তুরাগ নদীর তীরে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলার মুখে পড়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে সংস্থাটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ধাক্কাধাক্কির শিকার হয়েছেন।
মেট্রো এক্সপ্রেস কুরিয়ার নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ হামলার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় স্থাপনার মালিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
সাপ্তাহিক বন্ধের দিন শনিবার ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াই উচ্ছেদ করতে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী পাঁচজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ধাক্কাধাক্কির ওই ঘটনার সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন), প্রধান প্রকৌশলী (পুর) মহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, পরিচালক (বন্দর ও পরিবহন) সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দিন ও যুগ্ম পরিচালক আলমগীর ইসলামসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। যদিও তারা ঢাকার চারপাশের নদী পরিদর্শন করতে গিয়ে ওই স্থানে থামেন।
আপনার মূল্যবান মতামত দিন: