ঢাকা | শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই, বিচারও চাই : অধ্যাপক আ ব ম ফারুক

odhikarpatra | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৫:১২

odhikarpatra
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩ ০৫:১২

১১ চৈত্র ১৪২৯, ২৫ মার্চ ২০২৩: বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক প্রেস ব্রিফিং এ বলেন, 
আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এমন অভিশপ্ত কালোরাত আর কখনো আসেনি। প্রায় ১ লক্ষ নিরীহ নিরস্ত্র বাঙালিকে সেই রাতে শুধু ঢাকা শহরেই হত্যা করা হয়েছিল বলে বিভিন্ন গবেষক বলেছেন। কিন্তু যে নির্মমতা ও সুপরিকল্পিত গণহত্যা চালানো হয়েছে সে বিষয়ে সেই রাতের কসাই খাদেম রাজার বইতে যা লেখা, তাতে মনে হয়ে এই সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যাবে। এরপর পৃথিবীর এই নৃশংসতম গণহত্যা অভিযান তারা সারা দেশে ছডিয়ে দেয়। ফলে আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন কমপক্ষে ৩০ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মা-বোন নির্যাতিতা হন, নিজ দেশে বাস্তুচ্যুত হন প্রায় ২ লক্ষ মানুষ আর শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন ১ কোটি মানুষ।

কিন্তু পাকিস্তান ও তার মিত্রদের বাধার কারণে হলোকাস্টের পর পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ও বীভৎসতম এই গণহত্যাটির আন্তর্জাতিক স্বীকৃতি এখনো পাওয়া যায়নি। বিশ্বসভ্যতার মানবিক মানুষগুলোর কাছে বঙ্গবন্ধু পরিষদের আবেদন — সত্যকে জানুন, বর্বরতাকে ঘৃণা করুন, পাকিস্তানি বাহিনী কর্তৃক পরিচালিত এই গণহত্যার স্বীকৃতি দিন।

আমরা এই বর্বরতার পাকিস্তানি হোতাদের ও দেশি সহযোগীদের বিচার মৃত্যুর আগে দেখে যেতে চাই।

আসুন সবাই যার যার অবস্থান থেকে এই দাবিগুলোতে প্রবলভাবে সোচ্চার হই। সবসময় দাবি করি।



আপনার মূল্যবান মতামত দিন: