-2023-04-02-16-21-36.jpg)
ঈদযাত্রায় যানজট, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা ত্যাগ করবেন ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ। তবে ২০ এপ্রিল অফিস খোলা থাকায় ৫০ লাখের মতো যাত্রী আটকে যেতে পারেন। আগামী ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রী চাপ কিছুটা কমতে পারে।
নির্বিঘ্ন ঈদ যাত্রায় এ’দিন সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন সুপারিশও তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি।
আপনার মূল্যবান মতামত দিন: