ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পশ্চিম অস্ট্রেলিয়ায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় "ইলসা"

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩ ০১:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩ ০১:০৮

পশ্চিম অস্ট্রেলিয়ায় ঘণ্টায় ২৭৫ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় ইলসা আঘাত হানার আশংকা করা হচ্ছে ।

প্রায় ১০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ঝড় হতে পারে এটি। পোর্ট হেডল্যান্ডসহ বেশ কয়েকটি প্রত্যন্ত শহরের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। মানুষজনকে আশ্রয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পোর্ট হেডল্যান্ডের মেয়র পিটার কার্টার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানিয়েছেন, অপ্রত্যাশিত এই ঘূর্ণিঝড়ের জন্য প্রস্ততি নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রত্যন্ত বিদ্যাডাঙ্গা এলাকার প্রায় ৭০০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: