
এবার 'নতুন ধরনের' একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
সিউল বলছে, 'নতুন ধরনের' ক্ষেপণাস্ত্রটিতে খুব সম্ভবত উন্নতমানের কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। এই ধারণা সঠিক হলে তা হবে উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির জন্য এক নতুন মাইলফলক।
এদিকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাপান তার উত্তর হোক্কাইডো অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় খুঁজে নেয়ার বিষয়ে স্বল্প সময়ের সতর্কতা জারি করে।
দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়েছে, তারা পিয়ংইয়ং এলাকা থেকে ০৭২৩ জিএমটিতে মধ্যম পাল্লার কিংবা দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে।
সামরিক সূত্রটি আরো বলছে, এটি তীব্র গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এক হাজার কিলোমিটার পথ উড়ে এসে পূর্ব সাগরে নিক্ষিপ্ত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: