_copy_640x360-2023-04-15-19-08-34.jpg)
পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবার প্রায় আড়াই লাখের বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। আগামী শুক্রবার যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর উদ্যাপন করা হয়, তাহলে গতকাল ছিল জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমা।
দিনটি উপলক্ষে আল-আকসা মসজিদ অভিমুখে সব সড়কে ৩ হাজার ২০০-এর বেশি পুলিশ, সীমান্ত পুলিশ, সিন বেত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করেছিল ইসরায়েল।
প্রতিবছরই অসংখ্য ফিলিস্তিনি রোজার মধ্যে আল-আকসা সফর করেন। নামাজ আদায় করেন। এ জন্য তাদের আগে থেকে অনুমতি নিতে হয়।
আপনার মূল্যবান মতামত দিন: