আবুধাবিভিত্তিক সংস্থাটি টুইটারে এক বিবৃতিতে বলেছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এই ভবিষ্যদ্বাণী দিয়েছে এবং ঈদের সঠিক তারিখ কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।
অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ১৮:০৬
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখার তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে পূর্ণ হতে পারে ৩০ রোজা। সে ক্ষেত্রে আগামী শনিবার (২২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপন হতে পারে। সূত্র: সৌদি গেজেট
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে অবস্থিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এক বিবৃতিতে ঈদ নিয়ে এই পূর্বাভাস দিয়েছে।
আবুধাবিভিত্তিক সংস্থাটি টুইটারে এক বিবৃতিতে বলেছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে তারা এই ভবিষ্যদ্বাণী দিয়েছে এবং ঈদের সঠিক তারিখ কেবল নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।
আপনার মূল্যবান মতামত দিন: