ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বাখমুতে হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ বাহিনী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩ ১৮:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩ ১৮:৩৭

বিধ্বস্ত পূর্ব ইউক্রেনের শহর বাখমুতে রুশ সেনাবাহিনী ভারী কামান এবং বিমান হামলা বাড়িয়েছে মঙ্গলবার ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার এ তথ্য জানায় । কয়েক মাস ধরেই ইউক্রেন যুদ্ধের কেন্দ্রস্থল বাখমুত এবং এর আশপাশের অঞ্চলগুলোতে যুদ্ধ চলছে।

জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, ‘বর্তমানে শত্রুরা ভারী কামান এবং বিমান হামলার সংখ্যা বাড়াচ্ছে, শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করছে।’

বাখমুতে যুদ্ধের আগে ৭০ হাজারের বেশি মানুষ ছিল। কিন্তু কয়েক মাসের লড়াইয়ে এখন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট দুটি শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে।



আপনার মূল্যবান মতামত দিন: