odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

ভারতে উদ্বোধন হলো প্রথম অ্যাপল স্টোর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ April ২০২৩ ১৯:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ April ২০২৩ ১৯:০৬

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ভারতের প্রথম অ্যাপল স্টোরের উদ্বোধন করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ।

শহরটিতে চলা হলুদ-কালো ট্যাক্সির সঙ্গে মিল রেখে স্টোরটির উজ্জ্বল রঙিন লোগো তৈরি করা হয়েছে। ২২ হাজার বর্গফুট শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানের আয়োজন ছিল। অনুষ্ঠানে অ্যাপল স্টোরের কর্মী ও সাধারণ ক্রেতাদের সঙ্গে ছবি তোলেন অ্যাপলপ্রধান। 

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোনের বাজার। তবে আইফোন ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি নয়। কারণ দেশটির ৯৫ শতাংশ ফোনই অ্যানড্রয়েড প্ল্যাটফরমে চলে। বাজার বিশ্লেষকদের মতে, স্টোর খুললেই রাতারাতি ভারতে আইফোনের বাজার বড় হবে না। তবে অ্যাপলের ব্র্যান্ডিংয়ের জন্য স্টোরের গুরুত্ব রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: