odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

প্রায় এক দশক পর সিরিয়া সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ April ২০২৩ ১৯:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ April ২০২৩ ১৯:১৯

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ১২ বছরের মধ্যে প্রথম সিরিয়া সফরেগ গিয়েছেন। মঙ্গলবার তিনি দামেস্কে পৌঁছেছেন।

এদিন বিকেলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রিন্স ফয়সালকে বিমানবন্দরে স্বাগত জানান প্রেসিডেন্সি বিষয়ক মন্ত্রী মনসুর আজম।

সফরের সময় রিয়াদ এবং দামেস্ক—উভয়ই তাদের মধ্যে কনস্যুলার পরিষেবা এবং ফ্লাইট পুনরায় চালু করতে সম্মত হয়।

রিয়াদ ২০১১ সালে দামেস্ক থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং বাশার আল-আসাদ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। গণতন্ত্রপন্থী বিক্ষোভে মারাত্মক দমনপীড়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন: