ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

থাইল্যান্ডের জেলে উইঘুর শরণার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ২১:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩ ২১:৪৫

চীন থেকে পালিয়ে থাইল্যান্ডে নয় বছর আটক থাকা একজন উইঘুর ব্যক্তির জেলেই মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম মাত্তোহতি মাত্তুরসুন । তার বয়স ছিল ৪০ বছর। ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস এবং উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট (ইউএইচআরপি) বিবৃতি জানায়, গত ২১ এপ্রিল ব্যাংককের সুয়ান ফ্লু ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে লিভার ফেইলিউরের কারণে তার মৃত্যু হয়।

২০১৪ সালের মার্চ মাসে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ার দিকে যাওয়ার সময় শিশুসহ ৩৫০ জন উইঘুরকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন এই মাত্তোহতিও। পরের বছর প্রায় ১৭০ জনকে তুরস্কে স্থানান্তরিত করা হয়েছিল এবং শতাধিক ব্যক্তিকে চীনে ফেরত পাঠানো হয়েছিল। বাকিরা দীর্ঘ নয় বছর ধরে উদ্বাস্তু হিসেবে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে।

এ নিয়ে চলতি বছর দেশটিতে আটক অবস্থায় দুইজন উইঘুর শরণার্থীর মৃত্যু হলো।



আপনার মূল্যবান মতামত দিন: