ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক বিমান হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ ০৩:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩ ০৩:২৮

ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এতে করে প্রায় আটজন নিহত হয়েছে।

রুশ হামলায় ইউক্রেনের উমান শহরেই ছয়জন নিহত হয়েছেন। সেখানে গুরুতর আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে নিপ্রো শহরের মেয়র জানিয়েছেন, রাশিয়ার এই বোমা হামলায় সেখানে এক নারী ও তার তিন বছরের মেয়ে নিহত হয়েছে।

ক্রেমেনচাক ও পোলতাভা শহরেও রুশ বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স।

রাজধানী কিয়েভের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ৫১ দিন পর রাজধানী শহরে বোমা হামলা চালাল রাশিয়া। তবে রাজধানীতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: