ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্র যেতে লাগবে না করোনার টিকা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৩ ২২:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২৩ ২২:৩৭

যুক্তরাষ্ট্রে অন্যদেশে নাগরিকদের যাওয়ার জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে দেশটি। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা টিকার বিধি আগামী ১১ মে শেষ হবে।  

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে,  করোনা মহামারি প্রায় শেষ। ১১ মে যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ ঘোষণা করা হবে। 

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ মারা গেছেন। করোনা মহামারির জেরে যুক্তরাষ্ট্র সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে।

 



আপনার মূল্যবান মতামত দিন: