odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

বিয়ে করলেন সালমান মুক্তাদির

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ May ২০২৩ ০৩:৩৪

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ May ২০২৩ ০৩:৩৪

বিয়ে করেছেন ইউটিউবার  সালমান মুক্তাদির।  আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন এই ইউটিউবার-অভিনেতা। গেল ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি।

সালমান মুক্তাদির সব সময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। তবে এবার প্লে-বয় ইমেজ থেকে বেরিয়ে এলেন সালমান। থিতু হলেন এক নারীতে।

স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আয়মান সাদিক সালমানকে উদ্দেশ করে বলেন, ‘আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখী ও শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভ কামনা রইল।’

 



আপনার মূল্যবান মতামত দিন: