odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 8th January 2026, ৮th January ২০২৬

টানা নবম গোলে লিভারপুলকে জেতালেন সালাহ

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৭ May ২০২৩ ২০:০৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৭ May ২০২৩ ২০:০৫

ব্রেন্টফোর্ডের বিপক্ষে মোহাম্মদ সালাহর একমাত্র গোল গড়ে দিল পার্থক্য। লিভারপুল ১-০ গোলে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ ম্যাচ জিতল এবং টানা নবম গোল করলেন তিনি। ১৩ মিনিটের ওই গোলে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বকালের শীর্ষ গোলদাতা হলেন মিশরীয় ফরোয়ার্ড।

এই জয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান চার নম্বর থেকে ১ পয়েন্ট পেছনে তারা। ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট অলরেডদের। দুই ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানইউ। 

ফ্যাবিনহোর ক্রস থেকে ভার্জিল ফন ডাইকের হেডে সালাহ বল পেয়ে জাল কাঁপান।

ক্লাব ও দেশের হয়ে সালাহর গোল সংখ্যা এখন ৩১৪। পরিসংখ্যান অ্যাপ স্টার ফুটবল অনুযায়ী, বুধবার ফুলহ্যামের বিপক্ষে গোল করে মিশরের সাবেক অধিনায়ক হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: