ঢাকা | শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

নেত্রকোনার বারহাট্টায় স্কুল ছাত্রীর আত্নহত্যা

বারহাট্টা প্রতিনিধি | প্রকাশিত: ৯ মে ২০২৩ ০১:১৬

বারহাট্টা প্রতিনিধি
প্রকাশিত: ৯ মে ২০২৩ ০১:১৬

নেত্রকোনার বারহাট্টায় সাখি আলম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে। ইংরেজি দু’টি পত্রের পরীক্ষা আশানুরূপ ভাল না হওয়ায় সে আত্নহত্যা করে।

রোববার (৭ মে) সন্ধ্যায় চন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীর লাশ থানায় নিয়ে আসে।

মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত সাখির সহপাঠীরা জানায়,  ইংরেজি ২য় পত্র পরীক্ষা শেষে বেরিয়ে সে সহপাঠীদের জানিয়েছে, ইংরেজি ১ম পত্রের মত ২য় পত্র পরীক্ষাটিও তার ভাল হয়নি।

পরীক্ষা শেষে সহপাঠিরা সবাই একসঙ্গে বাড়ি ফেরে। পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই সাখি মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পরে। বাড়িতে এসে তার শোবার ঘরে চলে যায়। সন্ধা হয়ে গেলে সাখির কোন সাড়া সব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকতে যায়। ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে সবাই গিয়ে তাকে নিচে নামায়।

উল্লেখ্য সাখি উপজেলার হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ও চন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন এর মেয়ে।



আপনার মূল্যবান মতামত দিন: