odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

বাংলাদেশের সামনে আয়ারল্যান্ডের রান পাহাড়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ May ২০২৩ ০৪:২২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ May ২০২৩ ০৪:২২

পরিচিত কন্ডিশনে দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শনী করল আয়ারল্যান্ড। ৩১তম ওয়ানডেতেই চতুর্থ সেঞ্চুরি পেয়ে গেলেন হ্যারি টেক্টর। আরেক ব্যাটার জর্জ ডকরেল বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের কচুকাটা করলেন। দুজনের ৬ষ্ঠ উইকেট জুটি বাংলাদেশি বোলারদের নাকের জলে চোখের জলে করে ছেড়েছে।

নির্ধারিত ৪৫ ওভারে আইরিশদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৩১৯ রান। সিরিজে এগিয়ে যেতে হলে বাংলাদেশি ব্যাটারদের আজ কঠিন পরীক্ষাই দিতে হবে। 

এদিকে বাংলাদেশ আজ ৫ ব্যাটসম্যান ও ২ অলরাউন্ডার এবং ৪ জেন্যুইন বোলার নিয়ে মাঠে নেমেছে। 

 



আপনার মূল্যবান মতামত দিন: