odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 26th December 2025, ২৬th December ২০২৫

পাকিস্তানে জঙ্গি, সেনাসহ নিহত ১৩

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ May ২০২৩ ০৩:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ May ২০২৩ ০৩:০০

পাকিস্তানে সামরিক অভিযানে শনিবার ছয় জঙ্গি নিহত হয়েছে। গতকাল বেলুচিস্তানের মুসলিম বাগ শহরে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে জঙ্গিদের হামলার পর অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সেনাসহ আরো সাতজন নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, সেনাবাহিনী এক দিন আগে শুরু হওয়া অভিযান সম্পন্ন করেছে। কম্পাউন্ডে থাকা অস্ত্রে সজ্জিত ছয় জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়াও অভিযানে একজন বেসামরিক নাগরিকসহ সাতজন মারা গেছে। আহত হয়েছে এক নারীসহ আরো ছয়জন।

আইএসপিআর জানিয়েছে, একটি আবাসিক ব্লক থেকে তিনটি পরিবারকে বাঁচাতে একটি উদ্ধার অভিযানও পরিচালনা করা হয়েছে। সন্ত্রাসীরা তাদের ভয়ংকর পন্থা থেকে শিশুদেরও রেহাই দেয়নি।

প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য অনুসরণ করে জঙ্গিদের যোগসূত্র খুঁজে বের করা, সহায়তাকারীদের গ্রেপ্তার করা এবং তাদের পৃষ্ঠপোষকদের তথ্য সামনে আনা অব্যাহত থাকবে বলে আইএসপিআর প্রতিশ্রুতি দিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: