ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

জাম্বিয়ায় বাস দুর্ঘটনা নিহত ২৪

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৩ ০৪:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৩ ০৪:২২

জাম্বিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে শনিবার গির্জাগামীদের বহনকারী একটি বাস একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও গুরুতর আহত হয়েছেন চালকসহ আরো ১২ জন।

পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে এক বিবৃতিতে বলেছেন, ‘নিহতদের মধ্যে ২৩ জনকে নারী এবং একজনকে পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের সবাই প্রাপ্তবয়স্ক। এ ছাড়া আহতদের মধ্যে আটজন পুরুষ এবং চারজন নারী।’

উল্লেখ্য, রাস্তার বেহাল অবস্থা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে জাম্বিয়াতে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ।



আপনার মূল্যবান মতামত দিন: