ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে পুলিশের গুলিতে এক ছাত্রী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ মে ২০২৩ ০১:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৩ ০১:২৭

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের সোয়াত জেলায় একটি বেসরকারি স্কুলের গেটে পুলিশ সদস্যের গুলিতে নয় বছর বয়সী এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন শিক্ষকসহ আরও সাতজন।

সোয়াত পুলিশের ডিপিও শফিউল্লাহ গান্দারপুর জানান, মঙ্গলবারের এ ঘটনায় কনস্টেবল আলম খানকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

তিনি জানান, আহতদের সোয়াতের সাইদু শরিফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালে ভর্তি আহত এক ছাত্রী ডনকে জানায়, তাদের বহনকারী ভ্যানটি স্কুলের গেইট অতিক্রম করার সঙ্গে সঙ্গে ওই সন্দেহভাজন নির্বিচার গুলি চালানো শুরু করে।

 



আপনার মূল্যবান মতামত দিন: