
বিশ্ববাজারে মন্দার প্রভাবে ৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন ইন্ডিয়া। কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মানব সম্পদ, সহায়তা বিভাগ থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে ।
চলতি বছরের মার্চে নয় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ই-কমার্স কোম্পানি অ্যামাজন। প্রতিষ্ঠানটির ক্লাউড ও বিজ্ঞাপন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে জানানো হয়। তারই অংশ হিসেবে এ কর্মী ছাটাই করা হচ্ছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: