odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 31st December 2025, ৩১st December ২০২৫

শিরোপা থেকে এক ধাপ দূরে পিএসজি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২২ May ২০২৩ ১৭:৪৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২২ May ২০২৩ ১৭:৪৬

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ অসের মাঠের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা।

পিএসজির হয়ে দুটি গোলই করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। একটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। 

রেলিগেশন জোনের আশপাশে থাকা অসের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছিল পিএসজি। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের খাতা খোলেন এমবাপ্পে। ফাবিয়ান রুইসের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোলটি করেন কাতার বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জেতা এই ফরোয়ার্ড। দুই মিনিট পর ফের এমবাপ্পের গোল। 

সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেঁস। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও শিরোপা নিশ্চিত পিএসজির। 



আপনার মূল্যবান মতামত দিন: