
সাত দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে রাজি হয়েছে সুদানের বিবদমান দুটি পক্ষ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় শনিবার দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে দু’পক্ষের মধ্যে হওয়া একাধিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হয়েছিল। এবারের চুক্তিটি যুক্তরাষ্ট্র-সৌদি আরব এবং আন্তর্জাতিকভাবে সমর্থিত একটি পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে কার্যকর করা হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
চুক্তিতে মানবিক ত্রাণ সহায়তা বিতরণ, জরুরি পরিষেবাগুলো ফের চালু এবং হাসপাতাল ও জরুরি প্রয়োজনীয় সরকারি স্থাপনা থেকে দু’পক্ষেরই বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। রয়টার্স।
আপনার মূল্যবান মতামত দিন: