ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্যান্সারের বড় উৎস সিগারেটের ফিল্টার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৩ ১৪:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ জুন ২০২৩ ১৪:১৬

ক্যান্সার নানা কারণেই হয়। যার মধ্যে সিগারেট অন্যতম। তবে ক্যান্সারের সবচেয়ে বড় উৎস সিগারেটের ফিল্টার। এছাড়া পরিবেশের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়েও দাঁড়াচ্ছে এই ফিল্টার। 

পোড়া সিগারেটের ফিল্টারে প্রায় চার হাজার বিষাক্ত রাসায়নিক থাকে। যার মধ্যে ৬০ থেকে ৭০টি থেকে ক্যান্সার হতে পারে। এতে থাকা ক্যাডমিয়াম, সিসা ইত্যাদিও স্বাস্থ্যের জন্য ভয়ানক ক্ষতিকর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে ১৯ কোটি ৫০ লাখ সিগারেট ও বিড়ির অবশিষ্টাংশ বা ফিল্টার ফেলা হচ্ছে। এগুলো মাটি ও পানিতে মিশে অণুজীবগুলো ধ্বংস হচ্ছে। এতে পানি ও মাটির ক্ষতি হচ্ছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সূত্রে জানা যায়, জ্বলন্ত সিগারেটের ফিল্টার থেকে বিভিন্ন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, দেশে প্রতিদিন তামাকজনিত রোগে ৪৫০ জন মানুষ মারা যান। এছাড়াও বিশ্বজুড়ে এই রোগে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটে। তিনি বলেন, বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রধান আটটি কারণের ছয়টির সঙ্গেই তামাক জড়িত।



আপনার মূল্যবান মতামত দিন: