ঢাকা | Thursday, 16th October 2025, ১৬th October ২০২৫

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত

odhikarpatra | প্রকাশিত: ৭ July ২০২৫ ১৭:০৭

odhikarpatra
প্রকাশিত: ৭ July ২০২৫ ১৭:০৭

শেরপুর জেলার নকলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা শিশুটির বাবা-মা, চালকসহ আরোও দুইযাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে নকলা উপজেলার পাইস্কা বাইপাস নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত শিশুটির নাম শুভ্র জিৎ দত্ত (৯)। সে ফুলপুর উপজেলার সাহাপাড়া গ্রামের প্রসেনজিৎ দত্ত ও তন্দ্রা দত্তের সন্তান। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: