odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

তালেবানের সঙ্গে গোপন বৈঠক কাতার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ June ২০২৩ ২২:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ June ২০২৩ ২২:৪৬

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী।

বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফগানিস্তান সরকারের টানাপোড়েনের অবসান ঘটানো নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে তালেবান সরকার কতটা মরিয়া বৈঠকে সেই বিষয়টিই উঠে এসেছে।

 গত ১২ মে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে বৈঠকটি হয়। এতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এবং তালেবানের সর্বোচ্চ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা অংশ নেন।

এর আগে তালেবানের এ নেতাকে কোনো বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করতে দেখা যায়নি।

 



আপনার মূল্যবান মতামত দিন: