
কেমন ছিল মেসির পিএসজিতে খেলার সময়গুলো? আর্জেন্টিনার অধিনায়ক স্পষ্ট বলে দিয়েছেন, তিনি কাতারি মালিকের ক্লাব পিএসজিতে মোটেও উপভোগ করেননি।
এটা সবাই জানে যে, পিএসজি কর্তৃপক্ষ বিপুল ক্ষমতা দিয়ে রেখেছে কিলিয়ান এমবাপ্পেকে। এই ফরাসি বিশ্বকাপজয়ী সুপারস্টার আবার মেসি এবং নেইমারকে পছন্দ করতেন না। তাই খিটিমিটি লেগেই থাকত।
দলে এমন গ্রুপিংয়ের কারণে পারফর্মেন্সও ভালো হতো না। দায় চাপত মেসির ওপর। শেষদিকে তো মেসি মাঠে নামলেই পিএসজি সমর্থকেরা দুয়ো দিত। এমনকী মেসির বিদায়ী ম্যাচেও তারা দুয়োধ্বনি শোনাতে ছাড়েননি! তাই ক্লাবটি ছেড়ে একরকম রক্ষা পেয়েছেন মেসি।
পিএসজির হয়ে দুই মৌসুমে মেসি মোটা ৭৫টি ম্যাচ খেলে ৩২টি গোল এবং ৩৫টি অ্যাসিস্ট করেছেন। তবে চ্যাম্পিয়নস লিগ দল হিসেবে পিএসজি যেমন ব্যর্থ ছিল, মেসিও ছিলেন ব্যর্থ। এখান থেকেই যত বিপত্তির শুরু।
এক সাক্ষাৎকারে পিএসজির দুই মৌসুম নিয়ে মেসি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে পিএসজিতে খুবই অসন্তুষ্ট ছিলাম। উপভোগ করিনি।
আপনার মূল্যবান মতামত দিন: