
এশিয়া কাপ নিয়ে নাটকীয়তা যেন আর শেষ হচ্ছে না। আগামী সেপ্টেম্বরে এই টুর্নামেন্টের শিডিউল করা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি যে কোথায় হবে এশিয়া কাপ।
ভারত আর পাকিস্তানের রেষারেষির কারণে আদৌ এ বছর এই টুর্নামেন্ট হবে কি না সেটাও অনিশ্চিত। এর মাঝেই ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ‘ক্রিকইনফো’ দাবি করল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা মিলিয়ে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। চলতি সপ্তাহের শেষেই নাকি চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
ক্রিকইনফো’ দাবি করেছে, পিসিবি প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমোদন পেতে পারে। যেখানে পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: