ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিজিএমইএ ভবন ভাঙতে শুনানি ৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৭ ২০:২১

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৭ ২০:২১

রাজধানীর হাতিরঝিল প্রকল্পের মাঝে অবস্থিত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারাস অ্যা- এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) বহুতল ভবনটি ভাঙতে এক বছর সময় চেয়ে বিজিএমইএ’র করা আবেদনের শুনানি হবে আগামি ৫ অক্টোবর। বিজিএমইএ‘র আবেদনটি সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কাছে উপস্থাপন করা হলে তিনি শুনানির দিন ধার্য করেন। ওইদিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। বিজিএমইএ’র পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট ইমতিয়াজ মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বিজিএমইএ বহুতল ভবন ভাঙার চুড়ান্ত রায়ের বিষয়ে করা রিভিউ(পুনর্বিবেচনা) আবেদন গত ৫ মার্চ খারিজ করেন সর্বোচ্চ আদালত। তবে ভবনটি ভাঙার জন্য ওই ভবন খালি করতে কি পরিমাণ সময় লাগবে তা বিজিএমইএ’র কাছে জানতে চাইলে ওইসময় বিজিএমইএ’র আইনজীবীরা মৌখিকভাবে তিন বছর সময় চান। পরে তারা এক বছর সময় চেয়ে লিখিতভাবে আবেদন জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: