odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫
শাহজালাল বিমানবন্দর

সবজি-মাংসের ভেতরে মুদ্রা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১২ September ২০১৭ ১৭:১৪

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১২ September ২০১৭ ১৭:১৪


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাপড়ের ব্যাগে সবজি ও মাংসের ভেতরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে শুল্ক গোয়েন্দা বিভাগ বিভিন্ন দেশের ওই মুদ্রাগুলো জব্দ করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে আটক করা হয়েছে দুবাইগামী যাত্রী ওসমানকে (৪৪)। জব্দকৃত মুদ্রাগুলো মূল্যমান বাংলাদেশের ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকার সমান।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, যাত্রী ওসমান ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি০৪৭) দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই এ যাত্রীকে নজরদারিতে রাখেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওসমান ইমিগ্রেশন পরবর্তী চেকইন কাউন্টারে (বোর্ডিং পয়েন্টে) গেলে শুল্ক গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন। এসম ওই যাত্রী তার কাছে মুদ্রা থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস হলে নিয়ে এসে তার বুকিংকৃত কাপড়ের ব্যাগ তল্লাশি করে বিপুল বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন: