odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ রাখবে না মেটা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ June ২০২৩ ২০:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ June ২০২৩ ২০:০১

কানাডার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মে সংবাদ শেয়ার করতে পারবেন না। কানাডা সরকার নতুন আইন করায় সংবাদের ফিচার বন্ধ করে দিতে যাচ্ছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মালিকানা প্রতিষ্ঠান মেটা। 

ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি গুগলের প্ল্যাটফর্মগুলোতেও নতুন আইন একইভাবে কার্যকর হবে।

সংবাদমাধ্যমগুলোর কন্টেন্ট যেহেতু ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, এসব সংবাদপ্রতিষ্ঠানকে তার মূল্য পরিশোধ করতে হবে এ মর্মে আইন করতে যাচ্ছে কানাডা সরকার। ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের আইনটি উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার পাস হয়েছে। শুধু রাজকীয় অনুমোদনের অপেক্ষা। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া একই রকম আইন করেছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন: